বগুড়ায় বেকার নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

বগুড়ায় বেকার নারীদের কর্মস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা পরিষদের অর্থায়নে কাহালু উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেকার নারীদের মধ্যে এই ৪৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠানে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ সদস্য এসএম রুহুল মোমিন তারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন। অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আছাদুর রহমান দুলু, সুলতান মাহমুদ খান রনি, মাফুজুল ইসলাম রাজ, রেজাউল করিম মন্টু, আব্দুল করিম, কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যখনই সরকার গঠন হয়েছে, সারাদেশে সার্বিক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সারাদেশে সুষম উন্নয়নের মাধ্যমে দেশবাসীর আস্থা অর্জন করেছে আওয়ামী লীগ সরকার। দেশের মানুষ উন্নয়ন চায়, শান্তি চায়। তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে দেশবাসী আবারও নৌকায় ভোট দিবে ইনশাল্লাহ।