হিলি স্থলবন্দর দিয়ে ফের আমদানি-রফতানি শুরু

হিলি স্থলবন্দরপবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারতের মাঝে আর্ন্তজাতিক আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকার কারণে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রমসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল।’ ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস, বাংলাদেশি ট্রাকে পণ্য ভর্তি ও পণ্য ডেলিভারি দেওয়াসহ বন্দরের সব কার্যক্রম চালু হয়েছে।