ক্যারম খেলাকে কেন্দ্র করে বন্ধুর ঘুষিতে কিশোর নিহত

চট্টগ্রাম

ক্যারম খেলাকে কেন্দ্র করে বন্ধুর ঘুষিতে ফরহাদ হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের ওমর আলী মাতব্বর রোডে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত ফরহাদ হোসেন একই এলাকার নাজিম মিয়ার বাড়ির এমদাদুল হকের ছেলে। 

এ ব্যাপারে এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্যারম খেলাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় ফরহাদকে তার বন্ধু ইমরান বুকে ঘুষি মারে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় জড়িত ইমরান (১৭) নামে আরেক কিশোরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন  চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের সৈয়দ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার পরপরই অভিযান চালিয়ে ইমরানকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’