দা‌শিয়ারছড়ায় ১৫ হাজার ঔষধি গা‌ছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

২৩৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলা‌দে‌শের মূল ভূখ‌ণ্ডের সঙ্গে যুক্ত হওয়া বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিত্যক্ত ভূমিতে ঔষধি গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হ‌য়ে‌ছে। শুক্রবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় দাশিয়ারছড়ার টনকার মোড় এলাকা থেকে কালিরহাট বাজার পর্যন্ত সড়কের দুই পার্শ্বে ১৫ হাজার বাসক চারা রোপন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন।

১২

চারা রোপন কর্মসূচি উদ্বোধনের পর ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ হারুনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জেলুফা সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, জেলা ইউএনডিপির ব্যবস্থাপক আহামুদুল হক কবির, ছিটমহল বিনিময় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও চারা সরবরাহকারী রফিকুল ইসলাম প্রমুখ।