মেহেরপুরে আ.লীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের আহত ৫

হামলামেহেরপুরের গাংনীতে দুর্লভপুর গ্রামে স্থানীয় আওয়ামী লীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের ৫ জন আহত হয়েছে। নির্বাচন কেন্দ্রিক বিরোধের জের ধরে আজ সোমবার (১০ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গাংনী উপজেলা ছাত্রলীগ সভাপতি দুর্লভপুর গ্রামের বাসিন্দা তৌহিদুল ইসলাম ও দুর্লভপুর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হায়দার আলীর মধ্যে দীর্ঘদিনের প্রভাব বিস্তার নিয়ে বিরোধ ছিল। নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গত তিন দিন যাবৎ উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে সোমবার সকালে গ্রামের আশরাফুল ইসলামের চায়ের দোকানে হায়দার পক্ষের লোকজনের ওপর হামলা চালায় তৌহিদের পক্ষের লোকজন। তারা রামদা দিয়ে কুপিয়ে পাঁচজনকে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে উসমান গনি, আবদুর রাজ্জাক, আজমত আলী ও এনামুলকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। জিয়াউদ্দীন নামের অপর একজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।’