৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

ট্রেন চলাচল স্বাভাবিকজয়পুরহাটের পাঁচবিবি উত্তর লেবেলক্রসিংয়ে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন আজ মঙ্গলবার সকাল ৬টায় লাইনচ্যুত হয়ে যায়। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চেলের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। লাইন থেকে ট্রেনের ইঞ্জিন সরিয়ে নিলে চার ঘণ্টা পর সকাল ১০টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।  

পাঁচবিবি স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কামরুজ্জামান বলেন,পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন সকাল ৬টার দিকে পাঁচবিবি স্টেশন ছেড়ে যাওয়ার সময় উত্তর লেভেল ক্রসিংয়ের লুপ লাইনে লাইনচ্যুত হয়। এসময় সারাদেশের সঙ্গে পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে গুড লাইন ক্লিয়ার করে চার ঘণ্টা পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়।