টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২ জন

চাঁপাইনবাবগঞ্জে মোবারকপুর ইউপি চেয়ারম্যান জেল হাজতেকক্সবাজারের টেকনাফে ৯ হাজার ৭৪৮ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের হাবিলদার মো. বাচ্চু মৃধার নেতৃত্বে একটি বিশেষ টহল দল টেকনাফ এলাকায় তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন– টেকনাফের সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়া এলাকার মো. মকতুল হোসেনের স্ত্রী পারভীন আক্তার (২৬) ও চাঁদপুর জেলার কচুয়া নোয়াগাঁও এলাকার আবুল কালামের ছেলে মেহেদী হাসান (১৮)। উদ্ধারকৃত ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ২৯ লাখ ২৪ হাজার ৪শ’ টাকা।

পরে নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে আটক নারী ও পুরুষকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা বিজিবির ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী।