মৌলভীবাজারে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেফতার

মৌলভীবাজারমৌলভীবাজারে বিভিন্ন নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শ্রীমঙ্গল থেকে পাঁচজন, মৌলভীবাজার সদর থেকে দুইজন, বড়লেখা থেকে একজন ও জুড়ী থেকে এক জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়। শনিবার (১৫ ডিসেম্বর) ভোরে জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
শ্রীমঙ্গল উপজেলা থেকে গ্রেফতারকৃতরা হলেন, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির সদস্য সুফি মিয়া (৫৪), উপজেলা বিএনপির সদস্য মছদ্দর আলী (৪৮), ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান (৫১), উপজেলা বিএনপির সদস্য ভূনবীর ইউপি সদস্য আহাদ মেম্বার (৪০) ও যুবদল নেতা মোছাব্বির মিয়া(২৫)।
মৌলভীবাজার-৪ আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব বলেন, ‘ধানের শীষের জনসভা সফল করার অপরাধে এভাবে গ্রেফতার করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বিএনপিকে নির্বাচনের মাঠ থেকে সরানোর জন্য এই গ্রেফতার অভিযান চালাচ্ছে।’
শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত মো. সোহেল রানা বলেন, ‘চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম দিকে দায়ের করা নাশকতা মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক বিকাশ চন্দ্র দেব বলেন, সদর উপজেলার জগৎপুর এলাকা থেকে নিয়মিত মামলার আসামি শামীম আহমদ (৪৫) ও বাদে ফতেপুর এলাকার আবদাল আহমদ (৩৫) নামের দুই বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বড়লেখায় থানার ওসি ইয়াসিনুল হক বলেন, নাজিম আহমদ (৩৫) নামে একজন জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৬ থেকে ৭টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর আলম সর্দার বলেন, পশ্চিম জুড়ী ইউনিয়নের জামায়াত সভাপতি লৎফুর রহমান আজাদীকে (৫০) গ্রেফতার করা হয়েছে।