মুক্তিযোদ্ধা তারামন বিবি স্মরণে কুড়িগ্রামে শোকসভা

সদ্য প্রয়াত বীর প্রতীক তারামন বিবি স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামে। শনিবার (১৫ ডি‌সেম্বর) দুপুরে জেলা শহরের নাজিরা এলাকায় উত্তরবঙ্গ জাদুঘরে এই শোকসভা অনু‌ষ্ঠিত হয়।

এসময় বক্তারা বীর প্রতীক তারামন বিবির যুদ্ধদিনের কথাসহ তার কর্মময় জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ কুড়িগ্রাম এর উপ-পরিচালক রফিকুল ইসলাম সেলিম, বীর মুক্তিযোদ্ধা অধ্যপক আব্দুস সবুর ফারুকী, হারুন অর রশিদ লাল, আকরাম হোসেন, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ, উত্তরবঙ্গ জাদুঘরের মূল উদ্যোক্তা অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, সাধারণ সম্পাদক দুলাল বোস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক প্রমুখ।

প্রসঙ্গত, বীর প্রতীক তারামন বিবির আসল নাম তারামন বেগম। তার জন্ম কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কাচারিপাড়ায়। তার বাবার নাম আবদুস সোহবান এবং মায়ের নাম কুলসুম বিবি। তার স্বামীর নাম আবদুল মজিদ। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। মুক্তিযুদ্ধের সময় ১১নম্বর সেক্টরের হয়ে তারামন বিবি মুক্তিবাহিনীর জন্য রান্না, তাদের অস্ত্র লুকিয়ে রাখা,পাকিস্তানি বাহিনীর খবর সংগ্রহ করাসহ সম্মুখযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে সাহসিকতাপূর্ণ অবদানের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করে। ৩০ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়িতে শ্বাসকষ্টজনিত কারণে তিনি মারা যান।