নারী ভোটারদের সঙ্গে নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের মতবিনিময়

নির্বাচন কমিশনময়মনসিংহে শনিবার (১৫ ডিসেম্বর) সকালে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। স্থানীয় টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নারীদের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও অবাধ ভোট গ্রহণ অনুষ্ঠানসহ ভোটকেন্দ্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে নির্বাচন কমিশন নারীদের আশ্বস্ত করেছেন। 

এ সময় তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে আমলযোগ্য অপরাধ ছাড়া কাউকে যেন হয়রানি করা না হয় সেজন্য প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ও ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলীমুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।