ব্রাহ্মণবাড়িয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

১২

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি বাসের মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৭ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা বিশ্বরোড থানার ওসি মো. হোসেন সরকার ও ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার শাকারিয়া হায়দার জানান, রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী যুগান্তর পরিবহনের অপর যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। এঘটনায় আহত হন অপর ১০ জন। এদের মধ্যে ৭ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের বিল্লাল মিয়া (৬৫), অস্টগ্রামের মনমিয়া (৩০), ভাদুঘর গ্রামের মোবারক (৩৫), মেড্ডা এলাকার দুলাল মিয়া (৪০)  সরাইল উপজেলার শাহবাজপুরের স্বপন মিয়া (৩০), সিলেটের শেরপুরের সেতার আলী (৩০) ও সিলেট বিশ্ব নাথের আফজাল হোসেন (২৫)। বাকি ৩ জনের নাম পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রানা নূরুস্ শামস্ জানান,দুর্ঘটনাজনিত কারণে আমরা ৭ জনকে চিকিৎসা দিয়েছি। তার মধ্যে ৪ জনের অবস্থা সংকটাপন্ন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। বাকিদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।