সলঙ্গায় আ.লীগ নেতার বাড়িতে ককটেল হামলার অভিযোগ

 

অবিস্ফোরিত ককটেলসিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়নের হোঁড়গাতী গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলীর বাড়িতে ককটেল হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৭ ডিসেম্বর) রাত দেড়টার দিকে কে বা কারা তার বাড়িতে হামলা চালিয়েছে বলে তিনি পুলিশের কাছে মৌখিক অভিযোগ করেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড জেড মো. তাজুল হুদা জানান, মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দু’টি বিস্ফোরিত ও অবিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মৌখিকভাবে পুলিশকে জানালেও থানায় লিখিত অভিযোগ জমা দেননি। বিষয়টি রাজনৈতিক, নাকি ব্যাক্তিগত, না-কি নির্বাচনী প্রতিহিংসাবসত, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে।  

যোদ্ধা ওয়াহেদ আলীর ছেলে নলকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম দাবি করে বলেন, জামায়াত-শিবিরের লোকজন এ ধরনের ককটেল হামলা চালিয়েছে।