লতিফ সিদ্দিকী অসুস্থ, ৮ সদস্যের মেডিক্যাল টিম গঠন

লতিফ সিদ্দিকির স্বাস্থ্য পরীক্ষা করছে মেডিক্যাল বোর্ডে সদস্যের

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী তিন দিন ধরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন। এ অবস্থায় মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। আব্দুল লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে জেলা প্রশাসন তার চিকিৎসার জন্য আট সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করেছে বলে জানা গেছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে এ টিম তাকে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিচ্ছেন। এর অংশ হিসাবে মেডিক্যাল টিম লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন।

উল্লেখ্য, গত রবিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার গোহালিয়া ইউনিয়নের সড়াতৈল এলাকায় গণসংযোগের সময় তার গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বহরের ৪টি গাড়ি ভাঙচুর করে তারা। পরে ওই দিন থেকেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ৩ দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছেন লতিফ সিদ্দিকী।