মাগুরায় আ. লীগ প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩

মাগুরায় আওয়ামী লীগ অফিসে ককটেল বিস্ফোরণ

মাগুরা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী বীরেন শিকদারের একটি নির্বাচনি কার্যালয়ে ককটেল হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার শালিখা উপজেলার সীমাখালীতে অবস্থিত শতখালি ইউনিয়ন আওয়ামী লীগের একটি নির্বাচনি কার্যালয়ে পর পর ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার জন্য দুষ্কৃতকারীদের দায়ী করে ৩ জন আহত হওয়ার অভিযোগ করেছেন কার্যালয়টির দায়িত্বপ্রাপ্তরা।

শতখালি ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন ঝণ্টু দাবি করেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি কালো মাইক্রেবাসে ড্রাইভারসহ চারজন আরোহী সীমাখালী বাজারে অবস্থিত নৌকা মার্কার নির্বাচনি অফিসে পরপর পাঁচটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে তিনটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হলেও দুটি বিস্ফোরিত হয়নি। বিস্ফোরণে স্থানীয় আওয়ামী লীগ কর্মী গফুর শেখ, মতিয়ার রহমান ও আইয়ুব আহত হন।

তবে এ ঘটনার জন্য তাৎক্ষণিকভাবে কাউকে দায়ী করেননি তিনি।

এদিকে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সীমাখালীতে  আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল বের হলেও কোনও প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শালিখা থানার ওসি তারিকুল ইসলাম  আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনার কথা স্বীকার করে বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেছি। তবে এখনও এ ব্যাপারে কোনও মামলা হয়নি।