‘মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে’

বক্তব্য রাখছেন কে এম নুরুল হুদা (ছবি– প্রতিনিধি)

মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেদিকে সেনাবাহিনী ও বিজিবিকে খেয়াল রাখার নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের উদ্দেশে তিনি বলেছেন, ‘সেনাবাহিনী ও বিজিবির ওপর জনগণের আস্থা সবচেয়ে বেশি। আশা করি, আপনারা মানুষের সেই আস্থার প্রতিফলন দেবেন।’

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

কে এম নুরুল হুদা বলেন, ‘পুলিশের কাছে মানুষের দাবি বেশি। নির্বাচনে তাদের দায়িত্বও অনেক বেশি। তাই পুলিশের কাছে অভিযোগ বেশি যাওয়া স্বাভাবিক।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন মানে যুদ্ধ নয়, প্রতিযোগিতা। খেলার মাঠের মতো। দু’টি পক্ষ থাকবে। একপক্ষ জয় পাবে, অন্যপক্ষের পরাজয় হবে। তাই একে-অপরের প্রতি সম্মান রেখে শান্তিপূর্ণভাবে নির্বাচন করবেন। প্রতিযোগিতা করতে গিয়ে সংঘাতময় পরিস্থিতি তৈরি করবেন না।’

নির্বাচন কমিশনার বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অনেক কথা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড নেই কীভাবে? প্রার্থীরা পথসভা করেন, মাইক ব্যবহার করেন, পোস্টার ছাপান, পোস্টার বিলি করেন, মানুষের কাছে যান, কেউ কোনোদিন তাদের বাধা দিয়েছে? সরকারি দল বা বিরোধী দল মিটিং-মিছিল, অনেক সময় শোডাউনও করছে। তাদেরকে কেউ কি বাধা দিয়েছে?’

নির্বাচনি কর্মকর্তাদের উদ্দেশে কে এম নুরুল হুদা বলেন, ‘ভোট জনগণের উৎসব। ভোটের দায়িত্ব পালনকালে আপনারা পক্ষপাতমূলক আচরণ করবেন না। ভোট যাতে সুন্দর ও সুষ্ঠু হয়, সেজন্য নিরপেক্ষভাবে এবং সবার প্রতি সমান আচরণ প্রদর্শন করবেন।’

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শাহাদাত হোসেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ চট্টগ্রামের ৫৮টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা, তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।