X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

কুড়িগ্রামের তিন উপজেলায় ৪৫ শতাংশ ভোট পড়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি
০৮ মে ২০২৪, ১৮:০৩আপডেট : ০৮ মে ২০২৪, ১৮:০৩

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের বাড়তি সতর্কতায় কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাধাহীন ভোট দিয়েছেন ভোটাররা। এই তিন উপজেলায় গড় ভোটার উপস্থিতি ছিল প্রায় ৪৫ শতাংশ। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আলমগীর এসব তথ্য  নিশ্চিত করেছেন।

নির্বাচনি তিন উপজেলার ভোটকেন্দ্রগুলো ঘুরে জানা গেছে, তিন উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি ছিল চর রাজিবপুরে। সেখানে নারী ভোটার ছিলেন বেশি। প্রাথমিক হিসাবে এই উপজেলার তিন ইউনিয়নের ২৭টি কেন্দ্রে দিনভর ভোট পড়েছে প্রায় ৫৫ ভাগ। উপজেলায় মোট ভোটার ৬৪ হাজার ৮৭৩।

রৌমারী উপজেলার ছয় ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৬৮ হাজার ৪১১। প্রাথমিক হিসাবে উপজেলার ৪১ কেন্দ্রে মোট ভোট পড়েছে প্রায় ৪২ ভাগ। চিলমারী উপজেলায় মোট ভোটার এক লাখ ৯ হাজার ৪৪৪। প্রাথমিক হিসাবে চরাঞ্চল বেষ্টিত এই উপজেলার ৪৫ কেন্দ্রে ভোট পড়েছে ৪০ ভাগ।

কুড়িগ্রামের তিন উপজেলায় ৪৫ শতাংশ ভোট পড়েছে

দিনভর ভোটকেন্দ্রগুলোতে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের একটি কেন্দ্র থেকে জাল ভোট দেওয়ার চেষ্টার সময় দুই কিশোরকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ভোটগ্রহণ শেষে বুধবার বিকালে তাদের ছেড়ে দেওয়া হয়। তিন উপজেলার আর কোনও কেন্দ্রে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রাজিবপুরের বালিয়ামারী ব্যাপারিপাড়া গ্রামের ভোটার আহমদ হোসেন বলেন, ‘পরিবেশ খুব ভালো। ভোট দিয়েছি। আমরা চাই যিনি নির্বাচিত হবেন তিনি যেন আমাদের জনগণের সমস্যা সমাধানে কাজ করেন। আমাদের জিঞ্জিরাম নদীর ওপর একটা ব্রিজ করে দিলে আমাদের সুযোগ সুবিধা বাড়বে।’

চিলমারীর থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে কেন্দ্রের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ভোটাররা। ওই কেন্দ্রে ভোট দিয়ে ভোটার আসলাম ও সফিকুল বলেন, ‘আমরা সুষ্ঠুভাবে ভোট দিয়েছি। কোনও বাধা নেই। পরিস্থিতি অনেক ভালো।’

কুড়িগ্রামের তিন উপজেলায় ৪৫ শতাংশ ভোট পড়েছে

এদিকে ভোট শান্তিপূর্ণ করতে জেলা পুলিশের বাড়তি তৎপরতা চোখে পড়েছে। কেন্দ্রে ভোটারদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য বাহিনীর টহল ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রে অসুস্থ কোনও ভোটার প্রবেশ করলে তাদেরকে ভোটকক্ষ পর্যন্ত এগিয়ে নিয়ে ভোট প্রদানে সহায়তা করেছেন পুলিশ সদস্যরা। এ ছাড়াও পুলিশ সুপারসহ জেলা পুলিশের কর্মকর্তারা ব্রহ্মপুত্র অববাহিকার উপজেলাগুলোতে দিনভর পরিদর্শনের দায়িত্ব পালন করেছেন।

রিটার্নিং অফিসার মো. আলমগীর বলেন, ‘তিন উপজেলাতেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। গণনা শেষ হওয়ার আগে ভোট প্রদানের হার নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রাথমিক হিসেবে চিলমারীতে প্রায় ৪০ ভাগ, রৌমারীতে ৪২ ভাগ এবং চর রাজিবপুরে প্রায় ৫৫ ভাগ ভোট পড়েছে। গণনা শেষে চূড়ান্তভাবে বলা যাবে।’

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনি দায়িত্ব নিরপেক্ষতার সঙ্গে পালন করছে পুলিশ: আইজিপি
উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন
দ্বিতীয় ধাপে আগ্রহ বাড়বে ভোটারের: ইসি আলমগীর
সর্বশেষ খবর
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ