খাগড়াছড়িতে বিজয়ী আওয়ামী লীগের কুজেন্দ্র লাল ত্রিপুরা

Khagrachori-Joy

খাগড়াছড়ি-২৯৮ নম্বর সংসদীয় আসনে বেসরকারিভাবে জয় লাভ করেছেন আওয়ামী লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। এই আসনের ১৮৭টি কেন্দ্রের মধ্যে ১৮৬টির ফলাফল অনুসারে, নৌকা প্রতীকে কুজেন্দ্র লাল ত্রিপুরা পেয়েছে ২ লাখ ৩৬ হাজার ১৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নতুন কুমার চাকমা পেয়েছে ৫৯ হাজার ২৫৭ ভোট। এছাড়া এখানে ধথানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম ভুঁইয়া পেয়েছেন ৫১ হাজার ২৬৬ ভোট।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ১৮৭টি কেন্দ্রের মধ্যে ১৮৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন। হেলিসাপোর্ট কেন্দ্র নাড়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল পাওয়া যায়নি। এই কেন্দ্রে ৮৭০ জন নারীসহ মোট ভোটার ১০৭৮ জন।