চলে গেলেন সাতক্ষীরার প্রথম দৈনিক কাফেলা সম্পাদক আমিনা বেগম

সাতক্ষীরা জেলাসাতক্ষীরা থেকে প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র ‘দৈনিক কাফেলা’ সম্পাদক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমিনা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

বুধবার (৯ জানুয়ারি) ভোরে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি ছিলেন দৈনিক কাফেলা সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও বরেণ্য শিক্ষানুরাগী সাতক্ষীরা প্রেসক্লাবের বহুবারের সভাপতি আবদুল মোতালেবের সহধর্মিনী। ২০০২ সালে তার মৃত্যুর পর থেকে আমেনা বেগম পত্রিকাটি সম্পাদনার দায়িত্ব নেন। তিনি সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছিলেন। একই সঙ্গে তিনি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য। 

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও পাঁচ মেয়ে অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাতক্ষীরায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার বিকালে তার মরদেহ সাতক্ষীরায় আনার পর জানাজা ও দাফন কার্য সম্পন্ন হবে বলে জানিয়েছে তার পরিবার।