বগুড়ায় ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেফতার ৬

বগুড়া

বগুড়ায় ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই হাজার পিস ইয়াবা ও ১২০ বোতল ফেনসিডিলসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেসবিফ্রিংয়ে এসব তথ্য জানিয়েছে পুলিশ। বলা হয়, তাদের বিরুদ্ধে সদর থানায় মামলার পর জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলো: বগুড়া শহরের চকসুত্রাপুর জহুরুলপাড়ার মোতালেব হোসেনের ছেলে রাসেল ইসলাম (২৮), উত্তর গোদার পাড়ার সেলিম মিয়ার ছেলে এমরান হোসেন (২২), দক্ষিণ বৃন্দাবনপাড়ার আসাদুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম রাব্বী (২১), মধ্য বৃন্দাবনপাড়ার মন্তেজার রহমানের ছেলে রাসেল মিয়া (৩৩), সুলতানগঞ্জপাড়া ঘোনপাড়ার শাহজাহান আলীর ছেলে আবুল কালাম (৩২) ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেবপুর এলাকার মৃত আশরাফ আলীর ছেলে সবুর শেখ (২৫)।

বগুড়া ডিবি পুলিশের এসআই ফয়সাল হোসেন জানান, গোপনে খবর পেয়ে সোমবার দুপুরে সদরের বাঘোপাড়া এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল ইসলাম, এমরান হোসেন ও রাকিবুল ইসলাম রাব্বীকে গ্রেফতার করা হয়। এর আগে শহরের শিববাটি এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ রাসেল মিয়া ও সবুর শেখকে গ্রেফতার করা হয়। এছাড়া সদর ফাঁড়ি পুলিশ শহরের নামাজগড় এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আবুল কালামকে গ্রেফতার করে।

বগুড়া ডিবি পুলিশের ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘মাদকসহ গ্রেফতার ছয় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সদর থানায় মামলা করেছে। এছাড়া আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’