কুষ্টিয়ায় ওজনে কম দেওয়ায় মিষ্টির দোকানিকে জরিমানা

কুষ্টিয়া

কুষ্টিয়ায় মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় সংরক্ষণ এবং ওজনে কম দেওয়াই অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মিষ্টির দোকানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে ভেড়ামারা বাজারে এ জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জান জানান, সোমবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বাজারে নিয়মিত বাজারে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় সংরক্ষণ ও বিক্রির দায়ে এবং ওজনে কম দেওয়ায় অভিযোগে পাবনা সুইটস এর মালিক শ্রী শ্যামল চৌধুরীকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় বাজার কর্মকর্তার প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।