ফার্মেসি থেকে সরকারি ওষুধ জব্দ, ১ লাখ টাকা জরিমানা

আটক আনোয়ার সাঈদ রাসেল (মাঝে) কুষ্টিয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানে বিপুল পরিমাণ সরকারি ওষুধ বিক্রির উদ্দেশ্যে দোকানে রাখার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি দল কুষ্টিয়া সদর হাসপাতালের সামনে রাসেল মেডিক্যাল ফার্মেসিতে অভিযান চালায়। এ সময় সরকারি ওষুধ রাখার অপরাধে ফার্মেসির মালিক আনোয়ার সাঈদ রাসেল (৩৭) ও চায়ের দোকানদার মনিরুল মণ্ডলকে (৩৬) গ্রেফতার করা হয়। পরে কুষ্টিয়ার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফার্মেসির মালিক আনোয়ার সাঈদ রাসেলকে ৯০ হাজার টাকা ও চায়ের দোকানদার মনিরুল মণ্ডলকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

উদ্ধারকৃত ওষুধ