নাসিরনগরে জমি নিয়ে সংঘর্ষে শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আমেনা বেগম নামে চার বছরের একটি শিশু নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দৌলতপুর গ্রামের হারুন ও রোমানের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়। রোমানের পক্ষের লোকজন হারুনকে মারধর করে। এ সময় টেটাবিদ্ধ হয়ে হারুনের সঙ্গে থাকা তার চার বছরে শিশু আমেনা বেগম নিহত হয়। এছাড়া হারুনের স্ত্রী সেলিনা আক্তারসহ আরও চারজন আহত হন।
এ ব্যাপারে অভিযুক্ত রোমান দাবি করেন, ‘হারুন তাকে ফাঁসানোর জন্য নিজের মেয়েকে হত্যা করেছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।’
এদিকে ঘটনার খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।