উজিরপুরে জমি থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

বরিশাল

বরিশালের উজিরপুরের উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সিরতালুক গ্রামের জমির মধ্য থেকে কলেজছাত্র ইমরান হোসেনের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে এই লাশ উদ্ধার করা হয়। উজিরপুর থানার এসআই ফরিদ শেখ এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত ইমরান উপজেলার ভবানীপুর ডিগ্রি কলেজ থেকে বিএ (পাস) শেষ বর্ষের পরীক্ষা দিয়েছেন। তিনি মুন্সিরতালুক গ্রামের কৃষক সরোয়ার হোসেন হাওলাদারের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ইমরান সেনা সদস্য আবুল কালাম আজাদের বাসায় বিপিএল খেলা দেখতে যায়। এর এক পর্যায়ে রাতের খাবার খেতে বাড়িতে যান তিনি। খাবার শেষে ইমরানের মোবাইলে একটি কল আসে। অপর প্রান্তের ব্যক্তির সঙ্গে কথা বলে বাড়ি থেকে বের হন ইমরান। রাত বেশি হলে পরিবারের সদস্যরা সেনা সদস্য আজাদের বাড়িতে গিয়ে খোঁজ করেন। সেখান থেকে তাদের জানানো হয়, ইমরান পরে আর খেলা দেখতে আসেননি। এরপর রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। এমনকি তার মোবাইলটিও বন্ধ পাওয়া যায়।

শনিবার সকালে নিহত ইমরানের বাড়ির পাশের জমিতে পাতা কুড়াতে গিয়ে এক মহিলা জবাই করা লাশ দেখে চিৎকার দেয়। এসময় গ্রামবাসী জড়ো হয়ে পুলিশে খবর দেয়।

লাশ উদ্ধার করতে যাওয়া উজিরপুর থানার এসআই ফরিদ শেখ জানান, এটি একটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের আটক এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।