জামালপুরে নেশার ইনজেকশনসহ তিন যুবক গ্রেফতার

গ্রেফতারজামালপুরে র‌্যাব-১৪, সিপিসি-১ অভিযান চালিয়ে নেশার ইনজেকশন প্যাথেডিনসহ তিন যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে জামালপুর শহরতলির বেলটিয়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র‌্যাবের একটি দল শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে জামালপুর পৌরসভার বেলটিয়া কামিল মাদ্রাসার পূর্বপাশে অভিযান চালায়। এ সময় তিনটি নেশাজাতীয় প্যাথেডিন ইনজেকশন ও বেশ কয়েকটি সিরিঞ্জসহ তিন যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবকরা হলেন– স্থানীয় কাঁচাসরা গ্রামের রফিকুল ইসলাম মোল্লার ছেলে মো. সজীব মোল্লা (২২), বেলটিয়া গ্রামের মো. মাসুদ করিমের ছেলে ফাহিম মোর্শেদ (২২) ও মো. খোকন মণ্ডলের ছেলে আকাশ মণ্ডল (২৩)। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে নেশাজাতীয় ইনজেকশন বিক্রি করে আসছে বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ৮(ক), ৩৩(ক) ধারার র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।