যশোরে মামুন হত্যায় জড়িত অভিযোগে আটক ৪

যশোরে মামুন হত্যায় জড়িত থাকার অভিযোগে আটক চারজন

যশোরের কোতয়ালি থানা পুলিশ আবদুল্লাহ আল মামুন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে। শনিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় মামুনের মা বকুল খাতুন নয়জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।

আটককৃতরা হলো– যশোর শহরের ঘোপ এলাকার আবদুস সবুরের ছেলে সুজন ওরফে ছোট সুজন (১৬),  শেখহাটি খাঁপাড়ার তাজু শেখের ছেলে তামিম রেজা (১৮), শেখহাটি জামরুলতলা এলাকার রেজাউলের ছেলে ফয়সাল (২৪) ও একই এলাকার হারুনের ছেলে সুমন (১৬)।

রবিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যশোর পুলিশ সুপারের সভাকক্ষে এক প্রেসব্রিফিংয়ে পুলিশ এ তথ্য জানিয়েছে। প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন– অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) গোলাম রব্বানী ও কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান।

পুলিশ কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডের পর আসামিদের আটকে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে কোতয়ালি থানা এলাকার ঘোপ ছাতিয়ানতলা থেকে ওই আসামিদের আটক করা হয়। অন্য আসামিদের আটকের ব্যাপারে অভিযান অব্যাহত আছে বলে জানানো হয়।

প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় যশোর শহরতলী শেখহাটি জোড়াপুকুর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবদুল্লাহ আল মামুন (২৫) নামে এক যুবক খুন হন। সে শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার আবদুর রউফের ছেলে।

আরও পড়ুন: যশোরে যুবককে ছুরিকাঘাতে হত্যা