শরীয়তপুর-চাঁদপুর সড়কে ব্রিজ ভেঙ্গে যান চলাচল বন্ধ

ব্রিজ ভেঙ্গে যান চলাচল বন্ধশরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের সাজনপুর এলাকায় একটি বেইলি ব্রিজের পাত ভেঙ্গে মালবোঝাই ট্রাক আটকে পড়ায় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনার পর শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ব্রিজটি মেরামত করা সম্ভব হয়নি। ফলে সেতুর দুই পাশে পণ্য ও যাত্রীবাহী প্রায় দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে। 

সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা যায়, সাজনপুর এলাকায় বেইলি ব্রিজটি দীর্ঘদিন থেকেই ঝুঁকিপূর্ণ। এ কারণে এই ব্রিজের ওপর দিয়ে ৫ টনের বেশি ভারি যানবাহন চলাচলে সড়ক ও জনপথ বিভাগের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে রেলের স্লিপার ভর্তি অতিরিক্ত ওজনের একটি ট্রাক বেনাপোল থেকে এই সড়ক দিয়ে কুমিল্লা যাচ্ছিল। ট্রাকটি ঝুঁকিপূর্ণ ব্রিজের ওপরে ওঠার পরেই ব্রিজের স্টিলের পাত ধ্বসে ট্রাকটি আটকে যায়। ফলে সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।



ব্রিজের দুই পাশে আটকে পড়া যানবাহনশরীয়তপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, আটকে পড়া ট্রাকটিকে উদ্ধার করার ব্যবস্থা করা হচ্ছে। এরপর পর সেতুটি দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।