মাগুরায় অগ্নিকাণ্ডের ঘটনায় নবজাতকের মৃত্যু

মাগুরামাগুরার মহম্মদপুর সদর ইউনিয়নের রাইপুর পশ্চিমপাড়া গ্রামের নাজমুল মোল্লার বাড়িতে আগুন লেগে তার  ২৩ দিন বয়সী নবজাতক শিশু সামিউলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডে নগদ ৫৫ হাজার টাকাসহ গবাদী পশু,ধান,পাট ছাড়াও গৃহস্থালীর যাবতীয় আসবাবপত্র মিলিয়ে প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানা যায়, বাড়িতে ৬ বছর বয়সী মাসুরা ও ২৩ দিন বয়সী নবজাতক সামিউলকে রেখে নাজমুল মোল্লার স্ত্রী পাশের বাড়িতে গিয়েছিলেন। এ সময়ে তাদের বাড়িতে আগুন লাগে।

নিহতের চাচা বাবলু জানায়, আগুন লাগার খুব অল্প সময়ের মধ্যেই তা সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পড়ে। মাসুরার চিৎকার চেচামেচি শুনে তাকে ঘরের টিনের বেড়া ভেঙ্গে বের করা হয়। পরে শিশু সামিউলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মুস্তাইন হোসেন জানান, ঘরের ভিতর থাকা কেরোসিন ল্যাম্পের থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ঘরে পাট বোঝাই থাকার কারণে ও ফায়ার সার্ভিস অফিস থেকে ৬ কি.মি দূরত্বে হওয়ায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বোচ্চ হয়েছে।

আগুনে দগ্ধ মাসুরাকে তাৎক্ষণিক মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক ডা. নিলুফা ইয়াসমিন জানান, মাসুরার  দুই হাত, পিঠ, ঘাড়, হাটুসহ শরীরের প্রায় ৩০ ভাগ পুড়ে গেছে।