টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে' বেল্লাল হোসেন (২৫) নামের একজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে বিজিবি। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফের সাবরাংয়ের কাটাবুনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

টেকনাফ-২ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বলেন, ‘আটক বেল্লাল হোসেনের দেওয়া তথ্য অনুসারে তাকে নিয়ে অভিযানে যায় কক্সবাজার ৩৪ ও টেকনাফ ২ বিজিবির সদস্যরা। এসময় ইয়াবা পাচারকারিরা দল বিজিবিকে লক্ষ করে গুলি করে। এসময় আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালায়। পরে ইয়াবা কারবারিরা পিছু হটলে বেল্লাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া সময় মারা যায়। এসময় ঘটনাস্থল থেকে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

নিহত বেল্লাল হোসেন লক্ষীপুরের শাকচর জিএমহাট গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। টেকনাফ থেকে ইয়াবা নিয়ে যাওয়ার পথে মরিচ্যা চেকপোস্টে তাকে আটক করেছিল বিজিবি।

//////////////


কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে' বেল্লাল হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে বিজিবি। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফের সাবরাংয়ের কাটাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ-২ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বলেন, ‘আটক বেল্লাল হোসেনের দেওয়া তথ্য অনুসারে তাকে নিয়ে অভিযানে যায় কক্সবাজার ৩৪ ও টেকনাফ-২ বিজিবি সদস্যরা। এ সময় ইয়াবা পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালায়। পরে ইয়াবা কারবারিরা পিছু হটলে বেল্লাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া সময় মারা যায়। এ সময় ঘটনাস্থল থেকে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
নিহত বেল্লাল হোসেন লক্ষীপুরের শাকচর জিএমহাট গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। টেকনাফ থেকে ইয়াবা নিয়ে যাওয়ার পথে মরিচ্যা চেকপোস্টে তাকে আটক করেছিল বিজিবি।