নিহত চাঁন মিয়া পাঁচগাঁও ডহরিয়া পাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁন মিয়া বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ি থেকে পাঁচগাঁও বাজারে যাওয়ার জন্য রওয়ানা হন। সন্যাসীভিটা এলাকায় পৌঁছে রাস্তা পার হওয়ার সময় নালিতাবাড়ী থেকে শেরপুরের উদ্দেশে ছেড়ে আসা একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা পেছন থেকে তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চাঁন মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মাহমুদুল হাসান মামুন বলেন, চাঁন মিয়া মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে মারা যান।