মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহে গ্রেফতার ৪

ময়মনসিংহ

মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় চার জনকে গ্রেফতার করেছে ময়মনসিংহের ফুলপুর থানার পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর মঙ্গলবার বিকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চার জন হলো- মইশাকান্দা গ্রামের মৃত হাফিজ উদ্দিন খানের পুত্র গিয়াস উদ্দিন খান (৭৫), পূর্ব বাখাই গ্রামের মৃত আছর আলী মণ্ডলের পুত্র উমেদ আলী (৭০), বনগাঁও গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র আব্দুল মালেক (৬০) ও পূর্ব বাখাই গ্রামের মৃত অসি উদ্দিনের পুত্র আবু সিদ্দিক (৭০)।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান বলেন, ‘উপজেলার সুতারকান্দি, বাখাই, ফতেহপুর ও মইশাকান্দাসহ বিভিন্ন গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এই চারজনের বিরুদ্ধে।’