শেরপুরের চেল্লাখালী নদীতে বসানো ১০টি ড্রেজার মেশিন ধ্বংস

১১১১

শেরপুরের চেল্লাখালী নদীতে অবৈধভাবে বসানো লাল বালু তোলার দশটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ড্রেজার মেশিনগুলো হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং পরে আগুন দিয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

২৩৩

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বারমারী বাজার সংলগ্ন আন্ধারুপাড়া, বাতকুচি ও পলাশীকুড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চেল্লাখালী নদীতে অবৈধভাবে শ্যালো মেশিনের ড্রেজার বসিয়ে অসাধু ব্যবসায়ীরা লাল বালু তুলছিল। খবর পেয়ে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দশটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে।  

এই ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র পরিবেশের ক্ষতি করে নদীর তীর ভেঙে ও পাহাড় কেটে লাল বালু উত্তোলন করে আসছিল। এছাড়াও বড় বড় গর্ত করে নদীর গতিপথ পরিবর্তন করে ফেলছে তারা। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মঙ্গলবার দশটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।