সুনামগঞ্জে আ.লীগ নেতা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা

নিহত জয়নাল আবেদীনসুনামগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২০ মার্চ) নিহতের স্ত্রী আফরোজা খাতুন বাদী হয়ে ৬ জনকে আসামি করে সুনামগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী আফরোজা খাতুন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ মামলার ৪ জন আসামিকে মঙ্গলবার ভোরে আটক করেছে পুলিশ। বাদীর দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশের তৎপরতা অব্যহত রয়েছে।

উল্লেখ্য,  গত সোমবার রাতে নিহত জয়নাল আবেদীন গ্রামের বাড়ি ইসলামপুর থেকে মঙ্গলকাটা বাজারে যান। পরে সেখান থেকে নিখোঁজ হন তিনি। গতকাল  মঙ্গলবার ভোরে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে জয়নাল আবেদীনের লাশ উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়।  

আরও পড়ুন- সুনামগঞ্জে ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদককে ছুরিকাঘাতে হত্যা