চাঁপাইনবাবগঞ্জে এসপি’র নির্বাচনি দায়িত্ব তদারকিতে কর্মকর্তা নিয়োগের নির্দেশ ইসি’র

উপজেলা পরিষদ নির্বাচনআগামী রবিবার (২৪ মার্চ) অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জের চার উপজেলা পরিষদ নির্বাচনে জেলার পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের নির্বাচনি দায়িত্ব তদারকির জন্য একজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে নিয়োগ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশনের সহকারী সচিব নুর নাহার ইসলাম স্বাক্ষরিত এই সম্পর্কিত আদেশের অনুলিপি বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পৌঁছেছে।

আদেশে বলা হয়েছে, আগামী ২৪ মার্চ চাঁপাইনবাবগঞ্জের চার উপজেলায় উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।এই নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে। এ কারণে নির্বাচন কমিশনের সভায় তার নির্বাচনি দায়িত্ব তদারকির জন্য অতিরিক্ত ডিআইজি পদমর্যদার একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও শিবগঞ্জ এবং নাচোল উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।