ছাত্রলীগ নেতাকে পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে থানা ঘেরাও-বিক্ষোভ, পুলিশ সদস্য ক্লোজড

যশোদল ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিলকিশোরগঞ্জে ছাত্রলীগকর্মী আজহারুল হক তমালকে পুলিশি হেজাফতে নির্যাতনের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে যশোদল ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আজ সোমবার (২৫ মার্চ) দুপুরে থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন। পরে শহরের কালীবাড়ি এলাকায় সড়ক অবরোধ করে মিছিল ও মানববন্ধন করেন তারা। এ সময় তারা ওসিকে প্রত্যাহারসহ পুলিশের শাস্তি দাবি করেন। এক পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার।

কালীবাড়ি এলাকায় মানবন্ধনে বক্তৃতা করেন, তমালের বাবা যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল হক বাবুলসহ আওয়ামী ও ছাত্রলীগের নেতারা। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা থানায় ইটপাটকেল নিক্ষেপ করে হামলার চেষ্টা চালায়।

গতকাল রবিবার উপজেলা নির্বাচনের দিন ভোটে প্রভাব বিস্তারের অভিযোগে তমালকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তাকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হয়। পরে হ্যান্ডকাফ পরিয়ে কারাগারে নেওয়ার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এসময় এক পুলিশ তাকে বেধড়ক মারপিট করে। এতে তমাল গুরুতর আহত হয়। পরে পুলিশ আহত তমালকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুপুর দুইটার দিকে বিপুল সংখ্যক পুলিশ কড়া পাহারায় ছয় মাসের দণ্ডপ্রাপ্ত তমালকে হাসপাতাল থেকে কারাগারে পাঠায়।

এদিকে তমালকে নির্যাতনের অভিযোগে পুলিশ সদস্য আল আমিনকে থানা থেকে ক্লোজ করে পুলিশ লাইনসে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ। তিনি জানান, ‘যে পুলিশ এ অন্যায় কাজ করেছে তাকে আমরা ইতোমধ্যে ক্লোজ করেছি। একটি তদন্ত কমিটিও করা হয়েছে। তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’