‘দেশ থেকে অন্যায়-অবিচার-দুর্নীতি চিরতরে বন্ধ হবে’

বক্তব্য রাখছেন স্থানীয় সরকারমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

দেশ থেকে অন্যায়-অবিচার-দুর্নীতি চিরতরে বন্ধ করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘স্বাধীনতাবিরোধী, বঙ্গবন্ধুর হত্যাকারী ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের কোনোদিন ক্ষমা করবে না জাতি। তাদের সব অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।’

মঙ্গলবার (২৬ মার্চ) লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘গ্রাম হবে শহর –এ শ্লোগানকে সামনে রেখে প্রতিটি গ্রামে শহরের সুযোগ-সুবিধা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে অনেক গ্রামে শতভাগ বিদ্যুাতায়নসহ রাস্তা-ঘাটের উন্নয়ন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের নেতৃত্বেই দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। সেজন্য আজ দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ।’

লাকসাম উপজেলার নির্বাহী অফিসার এ কে এম সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ভূঁইয়া, পৌরমেয়র প্রফেসর আবুল খায়ের, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম প্রেসক্লাবের সভাপতি তাবারক উল্ল্যাহ কায়েস প্রমুখ।