স্বাধীনতার গল্প-কবিতা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দেয়ালিকা

১২৩৪৫৬

স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ দেয়ালিকার প্রদর্শন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)-তে। শিক্ষক-শিক্ষার্থীদের লেখা কবিতা, ছোটগল্প ও প্রবন্ধ দিয়ে সাজানো হয়েছে এই দেয়ালিকা। বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন ‘অনুস্বার’ এর উদ্যোগে এটি করা হয়েছে। ৩০ ফুট দৈর্ঘ্যের এই দেয়ালিকার নাম ‘২৬’।

মঙ্গলবার (২৬ মার্চ) দেয়ালিকার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।

আয়োজকরা জানান, অনুস্বার পরিবার চায় সবাই স্বাধীনতা নিয়ে ভাবুক, লেখুক, স্বাধীনতা নিয়ে চিন্তা করুক, মন ও মননে স্বাধীনতাকে ধারণ করুক।

দেয়ালিকার উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অন্ষুদের ডিন ড. এ কে এম রায়হান উদ্দিন, কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি এম মনিরুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দীন, অনুস্বার এর সহসভাপতি হিমেল দেবনাথ, দফতর সম্পাদক আব্দুর রহমান, সদস্য আরাফাত রাফি, আশহাদুজ্জামান শাহেদ, আসমা আক্তার মুক্তা,  সুমাইয়া আক্তার, সাজনীন সুমি প্রমুখ।