দুপুরে নগরীর জাকির হোসেন সড়কে গৃহায়ন কর্তৃপক্ষের আঞ্চলিক কার্যালয়ের মূল ফটকের ভেতরে দাঁড়িয়ে মানববন্ধন করছেন কার্যালয়ের প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধনে তারা নিজেদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেছেন। ওই কর্মসূচিতে অভিযুক্ত ওই সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশও উপস্থিত ছিলেন। তিনি নিজেও নিরাপত্তাহীনতায় আছেন বলে জানান। মানববন্ধন কর্মসূচিতে আশরাফুজ্জামান বলেন, ‘আমাদের নিরাপত্তা এখন হুমকির মুখে। কাল কয়েকজন এসে আমাদের অফিসে লাগানো সব ব্যানার ছিঁড়ে নিয়ে গেছে। যারা ব্যানার ছিঁড়ে নিয়ে যেতে পারে তারা আমাকেও মারধর করতে পারে। আমরা নিরাপত্তা চাই, কাজ করার স্বাধীনতা চাই।’
কর্মসূচিতে গৃহায়ণ কর্তৃপক্ষের তত্ত্ববদায়ক প্রকৌশলী শামসুল আলম উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘প্রকৌশলী শাসমুল আলমকে লাঞ্ছিত করার মাধ্যমে মেয়র মহোদয় পক্ষান্তরে আমাদেরও লাঞ্ছিত করেছেন। আমরা এই ঘটনার সুষ্ঠু সমাধান চাই। কাজ করার নিরাপত্তা চাই। ভবিষ্যতে যেন এমন না হয় সেই গ্যারান্টি আমরা সরকার ও বাংলাদেশের জনগণের কাছে চাই।
অন্যদিকে একই সময়ে (বুধবার দুপুর) এই ঘটনাকে কেন্দ্র করে প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশকে প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন করেছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স চট্টগ্রাম জেলা, মহিলা কল্যাণ পরিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স চট্টগ্রাম সিটি করপোরেশন।
মানববন্ধনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশকে প্রত্যাহার করা সহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কারও ব্যক্তিগত সম্পত্তি নন। আশরাফুজ্জামান পলাশ ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য মেয়রের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এ জন্য তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে পলাশের প্রত্যাহার চান।
এর আগে বুধবার সকাল ৯টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদাররা। এতে বক্তারা বলেন, মেয়র চট্টগ্রামের ৬০ লাখ মানুষের অভিভাবক। একজন সহকারী প্রকৌশলী হয়ে আশরাফুজ্জামান পলাশ মেয়রের সঙ্গে ঔদ্ধত্য দেখিয়েছেন।’এসময় ২৪ ঘণ্টার মধ্যে আশরাফুজ্জামান চট্টগ্রাম থেকে অপসারণ করার দাবি জানিয়েছেন কাউন্সিলররা। অন্যথায় তারা নগরবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামার হুমকি দেন। গৃহায়ণের অফিস ঘেরাও করে আশরাফুজ্জামানকে চট্টগ্রাম ছাড়তে বাধ্য করা হবে বলে হুঁশিয়ার করেন।
একই দিন বিকেল সাড়ে ৪টায় হালিশহর গোলচত্ত্বও এলাকায় হালিশহর নাগরিক ফোরামের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে বক্তারা অভিযুক্ত প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন।
প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগরীর হালিশহরে পোর্ট কানেক্টিং সড়ক সংলগ্ন একটি ড্রেন সংস্কার করা নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে গৃহায়ণ কর্তৃপক্ষের বিরোধ চলে আসছে। এলাকাবাসীর দাবি, গৃহায়ণ কর্তৃপক্ষের কথা অনুযায়ী ড্রেনটি সংস্কার করলে পানি সরবে না। এলাকাবাসির দাবির ভিত্তিতে সিটি করপোরেশন ওই ড্রেনটি সোজা করতে গেলে গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তারা তাতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে সোমবার গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তাদের নিজ কার্যালয়ে ডাকেন মেয়র।
অভিযোগ উঠেছে সেখানেই কথা বার্তার এক পর্যায়ে প্রকৌশলী আশরাফুজ্জামানকে থাপ্পড় মারেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। তবে বিষয়টি অস্বীকার করেছেন মেয়র। তিনি বলেছেন, ওই দিন মিটিংয়ে এমন কোনও ঘটনা ঘটেনি। মিটিংয়ের একপর্যায়ে আশরাফুজ্জামান ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে মেয়র তাকে বকাঝকা করেন।
আরও পড়ুন- প্রকৌশলীকে মেয়রের থাপ্পড়: যা ঘটেছিল সিটি করপোরেশন ভবনে