আইন দিয়ে নারী নির্যাতন ঠেকানো যাচ্ছে না: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

গোপালগঞ্জে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকআইন প্রয়োগের ক্ষেত্রে ব্যর্থতার কথা উল্লেখ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, ‘নারীর প্রতি সহিংসতা রোধে আমাদের দেশে অনেক আইন রয়েছে। তারপরেও এধরনের ঘটনা ঘটে যাচ্ছে। তার কারণ হলো মানুষের মধ্যে মূল্যবোধের অভাব হচ্ছে। এটা আইন দিয়ে ঠেকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। কিছু কিছু জায়গায় আইন প্রয়োগের ব্যর্থতাও রয়েছে।’

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকসহ জেলা ও উপজেলার প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।