কক্সবাজারে চলছে রাখাইনদের জলকেলি উৎসব

কক্সবাজারে চলছে রাখাইনদের জলকেলি উৎসবকক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের তিনদিন ব্যাপী জলকেলি উৎসব শুরু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকাল ৩টা থেকে শহরের ১২ টি কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ জলকেলি শুরু হয়েছে। চলবে আগামীকাল শুক্রবার (১৯ এপ্রিল) পর্যন্ত। ১৩৮০ রাখাইন বর্ষ বিদায় জানিয়ে এই উৎসবের মধ্য দিয়ে বরণ করা হচ্ছে ১৩৮১ বর্ষকে।

বর্ষ বরণে বৌদ্ধ ধর্মালম্বীরা প্রতিবছর সাংগ্রাই পোয়ে (মৈত্রিময় জলকেলি) উৎসব ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালন করে আসছেন। কক্সবাজার শহর ছাড়াও মহেশখালী, টেকনাফ, সদর, হ্নীলা, চৌধুরী পাড়া, রামু, পানিরছড়া, হারবাং, চকরিয়ার মানিক পুরসহ রাখাইন অধ্যুষিত এলাকাগুলোতে সপ্তাহ জুড়ে নববর্ষ পালনে নানা অনুষ্ঠান পালিত হবে। ইতোমধ্যে শহরের টেকপাড়া, হাঙর পাড়া, বার্মিজ স্কুল এলাকা, চাউল বাজার, পূর্ব-পশ্চিম মাছ বাজার, ক্যাং পাড়া ও বৈদ্যঘোনায় থংরো পাড়ায় তৈরি করা হয়েছে জলকেলির ২০টি নান্দানিক প্যান্ডেল। রঙিন ফুল আর নানা কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের চারপাশ। রাখাইন পল্লিতে এখন বর্ষ বরণের আমেজ। প্রতিটি বাড়ি সেজেছে নতুন সাজে।কক্সবাজারে চলছে রাখাইনদের জলকেলি উৎসব

রাখাইন সম্প্রদায়ের নেতা ক্যাথিং অং বলেন, ‘আদিকাল থেকে রাখাইন নববর্ষ উপলক্ষে সামাজিক ভাবে সাংগ্রাই পোয়ে উৎসব পালন হয়ে আসছে। এবারও ব্যতিক্রম ঘটবে না। আনন্দ-উল্লাসে নতুন বছরকে বরণ করে নিচ্ছি আমরা। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন চলছে আমরা তারও অগ্রগতি প্রত্যাশা করছি।’

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসেন বলেন, ‘রাখাইনদের জলকেলি উৎসব উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ-র‍্যাবের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।’