খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে বিএনপির ঘণ্টাব্যাপী প্রতীকী অনশন

রাঙামাটিতে বিএনপির ঘণ্টাব্যাপী প্রতীকী অনশনবিএনপি কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাঙামাটিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ঘণ্টাব্যাপী প্রতীকী অনশন করেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে জেলা বিএনপির কার্যালয়ের সমানে এই প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়।রাঙামাটিতে বিএনপির ঘণ্টাব্যাপী প্রতীকী অনশন

প্রতীকী অনশন অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান। এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি কর্নেল মণিষ দেওয়ান (অব.), জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পনির হোসেনসহ জেলা পর্যায়ের বিভিন্নস্তরের নেতাকর্মীরা।রাঙামাটিতে বিএনপির ঘণ্টাব্যাপী প্রতীকী অনশন

জেলা বিএনপি’র সভাপতি হাজী মো. শাহ আলম বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি নয়, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তার কিছু হলে এই সরকারকে দায় নিতে হবে। এই সরকার নিজেকে টিকিয়ে রাখার জন্য গণতন্ত্রকে হত্যা করেছে। এ ধরনের সরকার কখনোই পৃথিবীর কোথাও দীর্ঘ টিকে থাকেনি। এই সরকারও বেশি দিন টিকতে পারবে না।’

ঘণ্টাব্যাপী প্রতীকী অনশন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপু তালুকদার অনশনকারীদের শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান।