অসুস্থ হয়ে পড়েন লুৎফুজ্জামান বাবর, চিকিৎসা শেষে ফের কারাগারে

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

কারাগারে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তিনি কারাগারে অসুস্থতা অনুভব করলে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। ওসমানী হাসপাতালে লুৎফুজ্জামান বাবর মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক আবু নঈম মোহাম্মদের কাছে চিকিৎসা নেন।

ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, চিকিৎসা শেষে বেলা সোয়া ১২টার দিকে বাবরকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবদুল জলিল জানান, ‘কারাগারে লুৎফুজ্জামান বাবর কিছুটা অসুস্থতা অনুভব করার কথা জানান। এর পরই দ্রুত তাকে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। ভর্তির প্রয়োজন হয়নি।’

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানান, হাসপাতালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আসার খবর পেয়ে এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।