রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু

345

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)-এ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকালে শেখ কামাল স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ।

সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে আগামী ২৭ এপ্রিল। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের ১৫টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে।

প্রতিযোগিতার প্রথম দিন স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সঙ্গে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। কোনও দলই গোল করতে না পারায় খেলা গোলশূন্য ড্র হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল আরিফ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, রাবি শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আছাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।