ঝিনাইদহে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

সাইকেল পাওয়া পর অতিথিদের সঙ্গে ছাত্রীরাশিক্ষার মানোন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ঝিনাইদহে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা সেবা সংঘের পক্ষ থেকে সদর উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২ জন ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন– বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সদর আলী বিশ্বাস, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল হাওলাদার, সেবা সংঘের সভাপতি আমিনুর রহমান টুকু।