মেঘনা নদীর ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত ৯০কিলোমিটার এবং তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তুম পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় এ নিষেধাজ্ঞা দিয়েছিল মৎস্য বিভাগ।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ৩০ এপ্রিল রাত ১২ টার পর থেকেই জেলেরা নদীতে মাছ শিকার করতে পারবেন।
নিষেধাজ্ঞা সময়ে জেলেদের জন্য বিশেষ ভিজিএফ চালের ব্যবস্থা নেওয়া হয়েছিল। ভোলা জেলার নিবন্ধিত ৫২ হাজার জেলে পরিবার প্রতিমাসে ৪০ কেজি করে চাল দেওয়া হয়।