কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরত মদাতী এলাকার বাসিন্দা দিপালী রানী রায় ও মকবুল হোসেন জানান, কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে তাদের বাড়িঘর উড়ে গেছে। কোনোকিছু রক্ষা করা সম্ভব হয়নি। এখন প্রতিবেশিদের বাড়িতে তারা আশ্রয় নিয়েছেন।
মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, ‘হঠাৎই কোন কিছু বুঝে ওঠার আগে প্রবল বেগে ঝড়ের তাণ্ডব শুরু হয়। ঝড়টি মদাতী ইউনিয়নের ওপর দিয়ে ভোটমারী ইউনিয়নের তিস্তা নদীর দিকে অগ্রসর হয়। এসময় দেড় শতাধিকের ওপর কাচা ও টিনশেডের বাড়িঘর বিধ্বস্ত হয়ে পড়ে। গাছপালার পাশাপাশি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এসবের তালিকা করার কাজ চলছে।’
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান বলেন, ঝড়ের পর বৃহস্পতিবার রাতেই কিছু এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করার জন্য সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার সরেজমিনে অন্যান্য এলাকা পরিদর্শন করা হবে।