ওসি মোয়াজ্জেমকে রংপুর থেকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোয়াজ্জেমকে রংপুর থেকে অপসারণ এবং গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার ঘটনায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুর বদলি করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে রংপুর নগরীর লালবাগ এলাকায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তারা ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার এবং রংপুর রেঞ্জ থেকে অপসারণ করার দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা রবিউল ইসলাম, মানষ চন্দ্র বর্মণসহ অন্য নেতারা। বক্তারা অভিযোগ করে বলেন, বরখাস্ত পুলিশ কর্মকর্তাকে রংপুর রেঞ্জে বদলি করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাই। তাকে গ্রেফতার না করে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে।

এদিকে ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুর বদলি করার খবর জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দার ঝড় ওঠে। অনেকেই তার গ্রেফতার দাবি করেছেন।

সুজন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন বলেন, ‘সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেমের মতো কুলাঙ্গার ব্যক্তিকে রংপুরের জনগণ কোনোভাবেই গ্রহণ করবে না। তাকে গ্রেফতার না করে কেন রংপুরে বদলি করা হলো সে ব্যাপারেও প্রশাসনের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।’

এ বিষয়ে জানতে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। অন্যদিকে ডিআইজি কার্যালয়ের কোনও কর্মকর্তাই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।