কুড়িগ্রামে সরকারিভাবে ধান, গম ও চাল সংগ্রহ শুরু

কুড়িগ্রামে সরকারিভাবে ধান, গম ও চাল সংগ্রহ শুরুকুড়িগ্রামে সরকারি পর্যায়ে ধান, গম ও চাল সংগ্রহ শুরু হয়েছে। সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ধান, ২৮ টাকা কেজি দরে গম এবং ৩৬ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে চাল কেনা হবে।

বৃহস্পতিবার (১৬ মে) বিকালে কুড়িগ্রাম সদর উপজেলা খাদ্য গুদামে এ ক্রয় অভিযানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা চালকল মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস ছালাম, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম মাহী প্রমুখ।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৯ উপজেলায় ৩ হাজার ৩০৮ মেট্রিক টন ধান, ১ হাজার ২ মেট্রিক টন গম ও ১৭ হাজার ৬৮১ মেট্রিক টন চাল সংগ্রহ করার লক্ষ্যে ক্রয় অভিযান শুরু করা হয়েছে।

সদর উপজেলার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম মাহী জানান, উপজেলা কৃষি বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বাছাইকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ২৬ টাকা কেজি দরে ধান ও ২৮ টাকা কেজি দরে গম কেনা শুরু করেছে। একজন কৃষকের কাছ থেকে সর্বনিম্ন ১৫০ কেজি থেকে শুরু সর্বোচ্চ ৩ হাজার কেজি ধান কেনা হবে।