ঝড়ে ইট মাথায় পড়ে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

ঝড়ের পরে রাজশাহীর একটি দৃশ্য


রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঝড়ের মধ্যে আড়তের ইট খসে মাথায় পড়ে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সোবহান সরকার (৬৫) মারা গেছেন। শুক্রবার (১৭ মে) বিকালে এই ঘটনা ঘটে। তিনি বানেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতির সভাপতি।  

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, সোবহান সরকার বানেশ্বর বাজারে নিজ আড়তে বসে ছিলেন। ঝড়ের সময় একটি ইট খসে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এদিকে শুক্রবার বিকেল পৌনে পাঁচটায় হালকা বৃষ্ঠির পরেই ঝড় শুরু হয়।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নজরুল ইসলাম জানান, বিকাল ৪টা ৪৬ মিনিট থেকে ঝড় শুরু হয় এবং ৪টা ৫০ মিনিটে শেষ হয়। ঘণ্টায় ৫২ কিলোমিটার বেগে স্বল্পস্থায়ী এই ঝড় হয়। বৃষ্টির পরিমাণ ছিল ১৩ দশমিক ৮ মিলিমিটার।  

এদিকে ঝড়ের কারণে রাজশাহীর বিভিন্ন স্থানে আমসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের গাছ ভেঙে পড়েছে। পুঠিয়া-নাটোর মহাসড়কে কড়ই গাছ পড়ে দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয়। ঝড়ের কারণে জেলার বিভিন্ন এলাকায় অনেকক্ষণ বিদ্যুৎ ছিল না।