রংপুরে বিএসটিআইয়ের অভিযান, বিপুল পরিমাণ নিম্নমানের পণ্য উদ্ধার

রংপুরের সিটি বাজারে বিএসটিআইয়ের অভিযান

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নমানের পণ্য অপসারণ না করায় রবিবার (১৯ মে) দুপুরে রংপুরের সিটি বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিম্নমানের খাদ্যসামগ্রী জব্দ করা হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ সময় রংপুর অঞ্চলের বিএসটিআই পরিদর্শক অনিমেষ রায়ের নেতৃত্বে একদল কর্মকর্তা রংপুর নগরীর সিটি বাজারের শতাধিক দোকানে অভিযান চালায়। এর মধ্যে ১৬টি দোকান থেকে হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এগুলো হলো– প্রাণের কারি পাউডার, মোল্লা সল্ট, এসিআই সল্ট, ড্যানিশের গুঁড়ো হলুদ, প্রাণ চিপস, প্রাণের লাচ্ছাসহ বিভিন্ন পণ্য।

বিএসটিআই পরিদর্শক অনিমেষ রায় জানান, হাইকোর্ট ৫৭ ধরনের খাদ্যসামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। শনিবার ছিল এর শেষ দিন। তারপরও এসব পণ্য সংশ্লিষ্ট কোম্পানিগুলো বাজার থেকে সরিয়ে না নেওয়ায় রবিবার অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।