সেন্টমার্টিন থেকে এক লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফকক্সবাজারের সেন্টমার্টিন এলাকায় অভিযান চালিয়ে এক লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার (১৯ মে) ভোররাতে টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের দক্ষিণে গভীর বঙ্গোপসাগর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য সাত কোটি টাকা।

কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার (১৮ মে) গভীর রাতে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের যৌথ বিশেষ টিম সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে অভিযানে যান। এ সময় সাগর এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পানিতে ইয়াবার প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা সাগর থেকে ভাসমান অবস্থায় ইয়াবার প্যাকেটটি উদ্ধার করলে এক লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এ সময় ইয়াবা পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় কোস্ট গার্ড। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানায়।